rotateআপনার মুঠোফোনটি ল্যান্ডস্কেপে রাখুন।
শিক্ষাবিষয়ক  সিলেবাস

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন
দূর-শিক্ষাকেন্দ্র, শিলচর
বাংলা ভাষা ডিপ্লোমা পাঠক্রম
সিলেবাস
(২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রযোজ্য)
প্রথম ষান্মাসিক : ১ম পত্র
ইতিহাসের আলোকে বাংলা ভাষা ও সাহিত্য

লিখিত পরীক্ষা : পূর্ণ মান : ৮০ (আশি) | উত্তীর্ণ মান : ৪০ (চল্লিশ)
১)
বাঙালি ও বাংলা ভাষার পরিচিতি :
১৫
 
বাঙালির নৃতাত্ত্বিক ও ভাষিক পরিচিতি।
 
২)
বাংলা ভাষা :
১৫
 
বাংলা ভাষার আত্মপ্রকাশ, বাংলা ভাষাসাহিত্যের আদিপর্ব : চর্যাপদ।
 
৩)
বাংলা ভাষা প্রাক্-আধুনিক যুগে
১০
 
মঙ্গলকাব্য এবং বৈষ্ণবসাহিত্য, বাংলা ভাষাসাহিত্যে প্রাক্-আধুনিক পর্ব।
 
৪)
বাংলা গদ্যের আত্মপ্রকাশ ও বিবর্তন :
১০
 
প্রস্তরলিপি, তাম্রপত্র, রাজাজ্ঞা এবং রাজপত্রে গদ্যের আত্মপ্রকাশ, পূর্বোত্তর ভারতে প্রাচীন বাংলাগদ্যের নিদর্শন, ঔপনিবেশপর্ব এবং অতঃপর।
 
৫)
বাংলা কবিতার বিবর্তন :
১০
 
উনবিংশ শতাব্দী, রবীন্দ্র যুগ, রবীন্দ্র পরবর্তী পর্ব, বাংলাভাষার তৃতীয় ভুবনের কবিতা, বাংলা কবিতার বিবর্তন।
 
৬)
বাংলা নাট্যসাহিত্য :
১০
 
প্রাথমিক পর্ব, আধুনিক পর্ব।
 
৭)
বাংলা কথাসাহিত্য :
১০
 
বাংলা উপন্যাস, বাংলা ছোটগল্প।
 
এবং
অ্যাসাইনমেন্ট : পূর্ণ মান : ২০ (বিশ) | উত্তীর্ণ মান : ১০ (দশ)
প্রথম ষান্মাসিক : ২য় পত্র
বাংলা ভাষা বিজ্ঞান

লিখিত পরীক্ষা : পূর্ণ মান : ৮০ (আশি) | উত্তীর্ণ মান : ৪০ (চল্লিশ)
১)
প্রসঙ্গ বাংলা ব্যাকরণ :
১৫
 
বাংলা ব্যাকরণ কী, বাংলা ব্যাকরণ পরম্পরা।
 
২)
বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব :
১৫
 
বাংলা ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, ধ্বনি পরিবর্তনের ধারা, ণত্ব-বিধি, ষত্ব-বিধি, সন্ধি।
 
৩)
বাংলা ভাষার শব্দতত্ত্ব :
১৫
 
শব্দের প্রকার, বাংলা শব্দসম্ভার, বাংলা শব্দশ্রেণী, পদ পরিবর্তন, বাক্য সংকোচন, শব্দের রকমফের, সমাস।
 
৪)
বাক্যতত্ত্ব :
১০
 
বাক্য কী, বাক্যের শ্রেণীভেদ, বাক্যের অন্তর্গত বিভাগ, বাচ্য, বাগবিধি, সাধুভাষা, চলতি ভাষা।
 
৫)
বাংলা বানান :
১৫
 
বাংলা বানান সচেতনতা এবং সংস্কার প্রক্রিয়া, বানান সমস্যার স্বরূপ এবং উত্তরণের সূত্রসন্ধান, বানান সংস্কারের প্রস্তাব-১, বানান সংস্কারের প্রস্তাব-২, বিরতিচিহ্ন ইত্যাদি।
 
৬)
বাংলা উপভাষার প্রাথমিক পাঠ :
১০
 
উপভাষার কী ও কেন, বাংলার বিভিন্ন ঔপভাষিক অঞ্চল, মূলস্রোত ভাষা এবং উপভাষার আন্তঃসম্পর্ক, সিলেট-কাছাড়/বরাক-সুরমা উপত্যকার উপভাষা।
 
এবং
অ্যাসাইনমেন্ট : পূর্ণ মান : ২০ (বিশ) | উত্তীর্ণ মান : ১ (দশ)
দ্বিতীয় ষাণ্মাসিক, ৩য় পত্র
বাংলা পাঠের গুরুত্বপূর্ণ স্তর : লিখন, পঠন এবং সৃজন

লিখিত পরীক্ষা : পূর্ণ মান : ৭৫ (পঁচাত্তর) | উত্তীর্ণ মান : ৩৮ (আটত্রিশ)
১)
বাংলা বর্ণমালা পরিচয় এবং প্রাথমিক শিক্ষার বই :
১০
 
বর্ণমালার ক্রম এবং বিদ্যাসাগরের ভূমিকা, বাংলা শিশুশিক্ষার বই (প্রাইমার) প্রসঙ্গে।
 
২)
অভিধান, অভিধানচর্চা এবং এর ব্যবহার :
১৫
 
অভিধানের কী ও কেন, বাংলা অভিধানের কথা, অভিধান কত রকমের হতে পারে, কী ভাবে অভিধান ব্যবহার করব।
 
৩)
পাঠ পদ্ধতি :
১৫
 
কী পড়ব, কেন পড়ব, কীভাবে পড়ব।
 
৪)
লিখন কর্ম :
১৫
 
কী লিখব, কেন লিখব, কী ক’রে লিখব।
 
৫)
কমিউনিকেটিভ বাংলা / বাংলা বার্তালাপ :
২০
 
কমিউনিকেশন কত প্রকারের / বার্তালাপ কত প্রকারের, ক্লাসরুম কমিউনিকেশন / শ্রেণীকক্ষের বার্তালাপ, রেডিও-টিভিতে কমিউনিকেশন / রেডিও-টিভিতে বার্তালাপ, মুদ্রণ মাধ্যম : সংবাদ লিখন, ফিচার লিখন, সম্পাদনা, প্রুফ রিডিং, বিজ্ঞাপনের ভাষা।
 
এবং
প্রকল্প:
পূর্ণ মান : ২৫ (পঁচিশ) | উত্তীর্ণ মান : ১২ (বারো)
 
গ্রন্থাগারের কাজ (Library Works)
 
রসাস্বাদন এবং সৃজন (Appreciation and Creation)
২০
 
কবিতা, গল্প, মননশীল গদ্য প্রবন্ধ, পাঠপরিকল্পনা (লেসন প্ল্যান), স্ক্রিপ্ট লিখন।
 
দ্বিতীয় ষাণ্মাসিক, ৪র্থ পত্র
বাংলা সাহিত্যের পাঠকৃতি : গদ্য ও পদ্য সংকলন

লিখিত পরীক্ষা : পূর্ণ মান : ৮০ (আশি) | উত্তীর্ণ মান : ৪০ (চল্লিশ)
১)
বাংলা কবিতা
২০
 
বঙ্গভাষা – মাইকেল মধুসূদন দত্ত;
বিপদে মোরে রক্ষা করো - রবীন্দ্রনাথ ঠাকুর;
কান্ডারী হুঁশিয়ার - কাজি নজরুল ইসলাম।
 
২)
কথাসাহিত্য : আখ্যান ও ছোটগল্প
২০
 
গুরুমশায়ের পাঠশালা - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়;
পাদটীকা - সৈয়দ মুজতবা আলী;
নিমগাছ – বনফুল।
 
৩)
গদ্য: প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিচারণ
২০
 
কেকাধ্বনি - রবীন্দ্রনাথ ঠাকুর;
মুক্তির পথ - ওয়াজিত আলী বি.এ. (কেল্টাব), বার.এট.ল;
বাল্য ও কৈশোরে বই পড়ার স্মৃতি - সুজিৎ চৌধুরী।
 
৪)
উত্তর পূর্বাঞ্চলের অনূদিত সাহিত্য
১০
 
অসমিয়া গল্প : তৃতীয় নেত্র - নিরোদ চৌধুরী;
মণিপুরি গল্প : একটি ইলিশের স্বাদ - নোংথোম্বেল কুঞ্জমোহন সিং;
ডিমাসা লোককাহিনী : নামাই - জাহিদ আহমেদ তাপাদার (সংগ্রাহক)।
 
৫)
নাটক
১০
 
সাজাহান।
 
এবং
অ্যাসাইনমেন্ট : পূর্ণ মান : ২০ (বিশ) | উত্তীর্ণ মান : ১০ (দশ)