আপনার মুঠোফোনটি ল্যান্ডস্কেপে রাখুন।সম্মেলনের প্রতিষ্ঠা লগ্নে ঘোষিত লক্ষ্যগুলির মধ্যে অন্যতম ছিল এই উপত্যকার ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গ্রন্থাদির মুদ্রণ ও দুষ্প্রাপ্য গ্রন্থাদির পুনর্মুদ্রণের ব্যবস্থা করা।
এই লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধতার সূচকস্বরূপ, ড৽ অমলেন্দু ভট্টাচার্যের সম্পাদনায়- সম্মেলন কর্তৃক ২০০৩ খ্রিস্টাব্দে, ‘হেড়ম্ব রাজ্যের দণ্ডবিধি’ ও ‘হেড়ম্ব রাজ্যের ঋণাদানবিধি’ গ্রন্থ দুটি একত্রীকরণ করে পুনঃপ্রকাশিত করা হয়। গ্রন্থটি শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।

‘বাংলা বানান ও উচ্চারণ’ গ্রন্থটি বাংলা ভাষাচর্চার ধারায় নবতম সংযোজন। শ্রদ্ধেয় সুকুমার বাগচি শুদ্ধ বাংলা বানান এবং উচ্চারণের চর্চা নিয়ে দীর্ঘদিন ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রয়াসের ফসল হিসেবে তিনি এই গ্রন্থটি প্রণয়ন করেছেন।
আসামে বাঙালির আত্মপরিচয় রক্ষা, ভাষার অধিকার সংরক্ষণ এবং শুদ্ধ ভাষাচর্চার প্রসারে সম্মেলন আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই ধারারই ধারাবাহিকতায় সম্মেলন কর্তৃক গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। গ্রন্থটি বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।

‘উনিশের পঞ্চাশ’ গ্রন্থে বিশিষ্ট চিন্তকদের সেইসব লেখা সংকলিত হয়েছে যা ১৯শের ভাষা সংগ্রামের প্রেক্ষাপট, বিস্তারপর্ব এবং বর্তমান সংকটের স্বরূপ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিতে সহায়ক হবে। পরিশিষ্ট অংশে ১৯শের সংগ্রাম পর্যালোচনায় প্রাসঙ্গিক কিছু তথ্য প্রতিবেদনও তুলে ধরা হয়েছে।
ভাষা সংগ্রামের অনুসন্ধিৎসু ব্যক্তিবর্গের কাছে এই সংকলন গ্রন্থটি যদি সমাদৃত হয় তাহলে সম্মেলনের প্রয়াস সার্থক হতে পারে। গ্রন্থটি শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।
বঙ্গসাহিত্যের অগ্রণী চিন্তাবিদ, সমাজ বিজ্ঞানী ও ঐতিহাসিক সুজিৎ চৌধুরীর প্রয়াণ দিবসে (৯ মার্চ ২০২৫ খ্রিঃ) তাঁর রচিত ‘বরাক উপত্যকা প্রসঙ্গে: সত্য তথ্য’ বইটি এই ওয়েবসাইটে প্রকাশ করা হলো। সুজিৎ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের নিদর্শনস্বরূপই এই বইটি হাজার হাজার পাঠকের কাছে পৌঁছে দেওয়া। গ্রন্থটি বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।
আলোর মানুষ উপন্যাসটিতে বঙ্গসাহিত্যের সূচনা পর্ব থেকে বাহাত্তরের ভাষা আন্দোলন, শিক্ষা সংরক্ষণী সমিতি, এবং ছাত্র যুব আন্দোলন ছুঁয়ে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত সময়সীমার একটা ধারাবাহিক বিবরণী রয়েছে। তাছাড়াও স্বাধীনতা উত্তর বরাক উপত্যকার বিপন্নতা, একষট্টির আন্দোলন এবং বরাক উপত্যকার বৌদ্ধিক বিকাশের একটি চিত্রও এতে ধরা হয়েছে। গ্রন্থটি শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।
‘সম্মেলন’ ১৩৯৯ বঙ্গাব্দে বিভিন্ন কার্যসূচির পাশাপাশি বঙ্গীয় চতুর্দশ শতকের তথ্য ও ঘটনাবলির পঞ্জীয়নের উদ্যোগ গ্রহণ করে। শতাব্দীর বহুমুখী বিষয়ে তথ্যনির্ভর পরিচিতি সংকলনের মাধ্যমে ভাবী প্রজন্মকে তাদের সমৃদ্ধ ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার দায়বোধ থেকেই ‘সম্মেলন’-এর এই গ্রন্থপ্রণয়ন। গ্রন্থটির প্রথম খণ্ড বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।

আকাদেমি পত্রিকা
সপ্তম সংখ্যা
১৪৩০ বঙ্গাব্দ, ২০২৪ খ্রিস্টাব্দ
আকাদেমি পত্রিকা
ষষ্ঠ সংখ্যা
১৪২২ বঙ্গাব্দ, ২০১৬ খ্রিস্টাব্দ
আকাদেমি পত্রিকা
পঞ্চম সংখ্যা
২০১১-২০১২
আকাদেমি পত্রিকা
চতুর্থ সংখ্যা
রবীন্দ্র সংখ্যা ::: ২০১০-২০১১
আকাদেমি পত্রিকা
তৃতীয় সংখ্যা
১৪১৫ বঙ্গাব্দ, ২০০৯ খ্রিস্টাব্দ
গবেষণা পর্ষদ পত্রিকা
দ্বিতীয় সংখ্যা
১৪১১ বঙ্গাব্দ, ২০০৫ খ্রিস্টাব্দ
গবেষণা পর্ষদ পত্রিকা
প্রথম সংখ্যা
১৪০২ বঙ্গাব্দ, ১৯৯৬ খ্রিস্টাব্দ