rotateআপনার মুঠোফোনটি ল্যান্ডস্কেপে রাখুন।
নীড় প্রকাশনা
সম্মেলন কর্তৃক প্রকাশিত প্রথম গ্রন্থ
বরাক উপত্যকার
বারমাসী গান

অমলেন্দু ভট্টাচার্য
সম্পাদিত
পড়ার জন্য বইটির পিডিএফ ডাউনলোড করুন।
ড৽ অমলেন্দু ভট্টাচার্য সম্পাদিত বরাক উপত্যকার বারমাসী গান গ্রন্থটি সম্মেলন কর্তৃক প্রকাশিত প্রথম গ্রন্থ এবং এটি শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।

সম্মেলন কর্তৃক প্রকাশিত অন্যান্য গ্রন্থ
Image
হেড়ম্ব রাজ্যের দণ্ডবিধি
শ্রীযুক্ত পদ্মনাথ ভট্টাচার্য্য বিদ্যাবিনোদন

‘হেড়ম্ব রাজ্যের দণ্ডবিধি’ গ্রন্থটি আধুনিক পর্যায়ে কাছাড়ের ইতিহাসের আদিগ্রন্থ। ১৯১০ সালে প্রকাশিত গ্রন্থটি সম্পাদনা করেছেন শ্রীযুক্ত পদ্মনাথ ভট্টাচার্য্য বিদ্যাবিনোদ। সম্মেলন কর্তৃক এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে এবং গ্রন্থটি শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।

Image
হেড়ম্ব রাজ্যের দণ্ডবিধি এবং
হেড়ম্ব রাজ্যের ঋণাদানবিধি
(পদ্মনাথ ভট্টাচার্য্য, বিদ্যাবিনোদ সম্পাদিত)

সম্মেলনের প্রতিষ্ঠা লগ্নে ঘোষিত লক্ষ্যগুলির মধ্যে অন্যতম ছিল এই উপত্যকার ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গ্রন্থাদির মুদ্রণ ও দুষ্প্রাপ্য গ্রন্থাদির পুনর্মুদ্রণের ব্যবস্থা করা।

এই লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধতার সূচকস্বরূপ, ড৽ অমলেন্দু ভট্টাচার্যের সম্পাদনায়- সম্মেলন কর্তৃক ২০০৩ খ্রিস্টাব্দে, ‘হেড়ম্ব রাজ্যের দণ্ডবিধি’ ও ‘হেড়ম্ব রাজ্যের ঋণাদানবিধি’ গ্রন্থ দুটি একত্রীকরণ করে পুনঃপ্রকাশিত করা হয়। গ্রন্থটি শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।


Image
ছবি : বাংলা বানান ও উচ্চারণ
সুকুমার বাগচি

‘বাংলা বানান ও উচ্চারণ’ গ্রন্থটি বাংলা ভাষাচর্চার ধারায় নবতম সংযোজন। শ্রদ্ধেয় সুকুমার বাগচি শুদ্ধ বাংলা বানান এবং উচ্চারণের চর্চা নিয়ে দীর্ঘদিন ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রয়াসের ফসল হিসেবে তিনি এই গ্রন্থটি প্রণয়ন করেছেন।

আসামে বাঙালির আত্মপরিচয় রক্ষা, ভাষার অধিকার সংরক্ষণ এবং শুদ্ধ ভাষাচর্চার প্রসারে সম্মেলন আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই ধারারই ধারাবাহিকতায় সম্মেলন কর্তৃক গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। গ্রন্থটি বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।


Image
ছবি : উনিশের পঞ্চাশ
প্রকাশক: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

‘উনিশের পঞ্চাশ’ গ্রন্থে বিশিষ্ট চিন্তকদের সেইসব লেখা সংকলিত হয়েছে যা ১৯শের ভাষা সংগ্রামের প্রেক্ষাপট, বিস্তারপর্ব এবং বর্তমান সংকটের স্বরূপ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিতে সহায়ক হবে। পরিশিষ্ট অংশে ১৯শের সংগ্রাম পর্যালোচনায় প্রাসঙ্গিক কিছু তথ্য প্রতিবেদনও তুলে ধরা হয়েছে।

ভাষা সংগ্রামের অনুসন্ধিৎসু ব্যক্তিবর্গের কাছে এই সংকলন গ্রন্থটি যদি সমাদৃত হয় তাহলে সম্মেলনের প্রয়াস সার্থক হতে পারে। গ্রন্থটি শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।


Image
 বরাক উপত্যকা প্রসঙ্গে :
সত্য ও তথ্য
প্রকাশক: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

বঙ্গসাহিত্যের অগ্রণী চিন্তাবিদ, সমাজ বিজ্ঞানী ও ঐতিহাসিক সুজিৎ চৌধুরীর প্রয়াণ দিবসে (৯ মার্চ ২০২৫ খ্রিঃ) তাঁর রচিত ‘বরাক উপত্যকা প্রসঙ্গে: সত্য তথ্য’ বইটি এই ওয়েবসাইটে প্রকাশ করা হলো। সুজিৎ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের নিদর্শনস্বরূপই এই বইটি হাজার হাজার পাঠকের কাছে পৌঁছে দেওয়া। গ্রন্থটি বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।


Image
আলোর  মানুষ
 সঞ্জীব দেবলস্কর

আলোর মানুষ উপন্যাসটিতে বঙ্গসাহিত্যের সূচনা পর্ব থেকে বাহাত্তরের ভাষা আন্দোলন, শিক্ষা সংরক্ষণী সমিতি, এবং ছাত্র যুব আন্দোলন ছুঁয়ে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত সময়সীমার একটা ধারাবাহিক বিবরণী রয়েছে। তাছাড়াও স্বাধীনতা উত্তর বরাক উপত্যকার বিপন্নতা, একষট্টির আন্দোলন এবং বরাক উপত্যকার বৌদ্ধিক বিকাশের একটি চিত্রও এতে ধরা হয়েছে। গ্রন্থটি শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।


Image
 শতাব্দীর তথ্যপঞ্জী - ১ম খণ্ড
প্রকাশক: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

‘সম্মেলন’ ১৩৯৯ বঙ্গাব্দে বিভিন্ন কার্যসূচির পাশাপাশি বঙ্গীয় চতুর্দশ শতকের তথ্য ও ঘটনাবলির পঞ্জীয়নের উদ্যোগ গ্রহণ করে। শতাব্দীর বহুমুখী বিষয়ে তথ্যনির্ভর পরিচিতি সংকলনের মাধ্যমে ভাবী প্রজন্মকে তাদের সমৃদ্ধ ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার দায়বোধ থেকেই ‘সম্মেলন’-এর এই গ্রন্থপ্রণয়ন। গ্রন্থটির প্রথম খণ্ড বঙ্গভবন গ্রন্থাগারে পাওয়া যাবে।



গ্রন্থগুলির ডিজিটাল রূপ প্রস্তুত করেছেন :-
শর্মিলা পাল, কার্যালয় সহকারী, বঙ্গভবন গ্রন্থাগার, শিলচর।
emblem
আকাদেমি পত্রিকা
প্রকাশিত সাতটি সংখ্যার সম্পূর্ণ সূচি
emblem
আকাদেমি পত্রিকা
প্রকাশিত সাতটি সংখ্যার সম্পূর্ণ সূচি
ছবি-আকাদেমি-পত্রিকা-১ম
emblem আকাদেমি পত্রিকা সপ্তম সংখ্যা ১৪৩০ বঙ্গাব্দ, ২০২৪ খ্রিস্টাব্দ
সম্পাদক : পরিতোষচন্দ্র দত্ত
ISNN 2249-5207
বিষয়সূচি
মুখবন্ধ
প্রাক্-কথন
সম্পাদকীয়

  • বরাক উপত্যকার অর্থনৈতিক অনগ্রসরতা — বিভাসরঞ্জন চৌধুরী
  • বরাক উপত্যকার উন্নয়ন: প্রত্যাশা ও আশঙ্কা — অলক সেন
  • বরাকের বিকাশ কোন্ পথে — গুরুদাস দাস
  • বরাক উপত্যকা ও ‘পূর্বে তাকাও’ নীতি — বীরেশ্বর মুখোপাধ্যায়
  • বরাকের বিকল্প যোগাযোগ — গৌতমপ্রসাদ দত্ত
  • বরাকের আর্থিক বিকাশে ব্যাঙ্কিং ক্ষেত্র — আশিস চৌধুরী
  • বরাক উপত্যকায় কৃষির সেকাল — আবিদ রাজা মজুমদার
  • বরাকের কৃষির একাল — সুদীপ্ত দেবরায়
  • বরাকের কৃষি: সময়ের অনুভব — সঞ্জীব দেবলস্কর
  • বরাকে কৃষিভিত্তিক ব্যবসায়ের সম্ভাবনা — সুভাষ ভট্টাচার্য
  • বরাকের অর্থনীতিতে চা-শিল্প — তমাল সেন
  • বরাকের অর্থনীতিতে বাঁশ শিল্প — পার্থপ্রতিম দাস
  • পর্যটন শিল্পে বরাকের সম্ভাবনা — সঞ্জীব ভট্টাচার্য
  • উপত্যকার বিকাশে শনবিল — মানবেন্দ্র দত্তচৌধুরী
  • কালীগঞ্জের শীতলপাটি: ঐতিহ্য, সম্ভাবনা — সব্যসাচী রায়
  • কাছাড় চিনিকল: একটি পর্যালোচনা — অরিজিৎ চৌধুরী
  • কাগজকলের রুদ্ধ দুয়ার: সম্ভাবনার অপমৃত্যু — পরিতোষচন্দ্র দত্ত
  • অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ: মুক্তির ইস্তাহার — দীপক সেনগুপ্ত
  • বিভাজন-পূর্ব সিলেট: বিস্মৃত বিদ্যা ও শিল্পের আখ্যান — জয়িতা দাস
  • মানব বিকাশ: হাইলাকান্দি জেলার চিত্র — গোলাবচন্দ্র নন্দী
  • করিমগঞ্জ ব্যাঙ্ক পর্যবেক্ষণ — বিবেকানন্দ মোহন্ত
  • গ্রাম পদ্মারপার: ১৯৫০ থেকে ২০২২ — বিনোদলাল চক্রবর্তী
  • লেখক পরিচিতি
  • ক্রোড়পত্র:
    • এক নজরে বরাক উপত্যকা
    • The Memorandum on Economic Development Council
    • Synopsis on Revival of Cachar Paper Mill & Struggle of JACRU
    • Chief Minister's Statement on Barak (1)
    • Chief Minister's Statement on Barak (2)
    • Beginning of the Tea Industry in Cachar
    • The Statistics: A Government of Assam Publication
    • Natural Wetlands in Barak Valley
    • বরাক উপত্যকার তিন জেলায় ব্যাঙ্কগুলোতে জমা এবং অগ্রিম প্রদানে খতিয়ান
  • বিশেষ প্রতিবেদন:
    • আকাদেমি পত্রিকা: গত ছয়টি সংখ্যার সূচি
ছবি-আকাদেমি-পত্রিকা-৬ষ্ঠ
emblem আকাদেমি পত্রিকা ষষ্ঠ সংখ্যা ১৪২২ বঙ্গাব্দ, ২০১৬ খ্রিস্টাব্দ
সম্পাদক : সঞ্জীব দেবলস্কর
ISNN 2249-5207
বিষয়সূচি
মুখবন্ধ — নীতিশ ভট্টাচার্য
প্রাক্-কথন — গৌতম প্রসাদ দত্ত
সম্পাদকীয়

  • বাংলা ভাষাবিদ্যা চর্চার আড়াই শতক — সুশান্ত কর
  • পুথি সাহিত্যের ভাষাবিচার কাছাড়ের পুথি ‘পারিজাতহরণ’ — তুষারকান্তি নাথ
  • লোকভাষার সন্ধানে: প্রেক্ষিত বরাক উপত্যকা — সঞ্জীব দেবলস্কর
  • বরাক উপত্যকার কথ্য বাংলার কিছু বৈশিষ্ট্য — আবিদ রাজা মজুমদার
  • বাংলা তৎসম শব্দের বানান: সংশয় ও মীমাংসা — জন্মজিৎ রায়
  • প্রসঙ্গ বাংলা বানান সংস্কার — সুজিৎ চৌধুরী
  • বহুভাষিক চরিত্রই আমাদের সম্পদ — জয়দীপ বিশ্বাস
  • বহুবাচনিক বরাক উপত্যকার বিভিন্ন জনগোষ্ঠী — ডঃ মণিধন সিংহ
  • প্রসঙ্গ ডিমাসা ভাষা — সুদীপ্তা খেরসা
  • বরাক উপত্যকার চা জনগোষ্ঠীর ভাষা — সন্তোষ রঞ্জন চক্রবর্তী
  • ভাষা ও প্রযুক্তি: আন্তর্জালে বাংলা ভাষা — সুশান্ত কর
  • ক্রোড়পত্র:
    • ভাষার ভুল, ভুলের ভাষা — অমিতাভ দেব চৌধুরী
    • বরাক উপত্যকার চিত্রকলার ভাষা — গণেশ নন্দী
    • বরাক উপত্যকার নাটকের ভাষা — শান্তনু পাল
    • বরাক উপত্যকার গানের ভাষা — সম্পাদকীয় প্রস্তাবনা
  • বিশেষ প্রতিবেদন:
    • আকাদেমি সম্মাননা, পঞ্চবিংশতিতম এবং ষড়বিংশতিতম।
    • ভাষা আকাদেমি সম্মাননা প্রাপকদের উদ্দেশে সম্মেলন প্রদত্ত মানপত্রের বয়ান।
    • আকাদেমি পত্রিকা - পঞ্চম সংখ্যা প্রসঙ্গে।
    • আকাদেমি পত্রিকা: গত পাঁচটি সংখ্যার সম্পূর্ণ সূচি।
  • দলিল দস্তাবেজ:
    • বরাক উপত্যকায় বাংলা ভাষা ব্যবহারের ঐতিহ্য।
    • THE ASSAM OFFICIAL LANGUAGE ACT, 1960.
    • THE ASSAM OFFICIAL LANGUAGE RULES, 1970.
    • ভাষার জন্য সংগ্রাম- সাধারণ সম্পাদকের প্রতিবেদন।
    • আসাম সরকার রাজনৈতিক (খ) বিভাগ, দিসপুর, গুয়াহাটি প্রেরিত একটি চিঠি, ৩০ নভেম্বর ২০১৩।
      বিষয়: সরকারি ভাষা আইন, ১৯৬০ অনুযায়ী আসাম সরকারের নথিপত্রে সরকারি ভাষা প্রয়োগ সম্পর্কে।
    • ঐ, দ্বিতীয় চিঠি, ২০ জুন ২০১৩।
    • কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলাশাসকের কাছে কেন্দ্রীয় সমিতির তরফে ২১ জুলাই ২০১৪তে দেওয়া স্মারকপত্র।
    • Office of the District Magistrate, Cachar এর চিঠি, ২৫ জুলাই ২০১৪।
    • ঐ, চিঠি, ২৮ জুলাই, ২০১৪।
    • আসাম সরকার জেলা উপায়ুক্ত কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তি, ৮ সেপ্টেম্বর, ২০১৪।
    • প্রশাসনের স্পষ্টীকরণ- সংবাদপত্রের প্রতিবেদন।
    • সরকারি নির্দেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি, SN/9.9.14
    • On Language Circular - The Telegraph Clipping.
    • আসামে ভূমিপুত্রের সংজ্ঞা নির্ধারণ নিয়ে সম্মেলনের অভিমত।
    • আসাম বিধানসভার অধ্যক্ষ শ্রী প্রণবকুমার গগৈকে প্রদত্ত স্মারকপত্র।
ছবি-আকাদেমি-পত্রিকা-৫ম
emblem আকাদেমি পত্রিকা পঞ্চম সংখ্যা ২০১১-২০১২
সম্পাদক : তুষারকান্তি নাথ
ISNN 2249-5207
বিষয়সূচি
মুখবন্ধ — নীতীশ ভট্টাচার্য
প্রাক্-কথন — তরুণ দাস
সম্পাদকীয়

  • লোকসংস্কৃতি ও নাগরিক সংস্কৃতি: সংঘাত, সমন্বয় ও উত্তরণ — জন্মজিৎ রায়
  • বরাক উপত্যকার লোকসংগীতে অধ্যাত্মবাদ: সম্প্রীতি চেতনার প্রেক্ষাপট — আবুল হোসেন মজুমদার
  • অথ বাঘ-মানব প্রসঙ্গ: উত্তরপূর্ব ভারতের লোককথা — সুবীর কর
  • গাজিনৃত্য: বরাক উপত্যকার এক অনুপম লোকশিল্পকলা — কামালুদ্দীন আহমেদ
  • বৌ নাচ বা বধূবরণ নৃত্য — মুকুন্দদাস ভট্টাচার্য
  • বরাক উপত্যকার লোকসংস্কৃতি বলয়ে ওঝানাচ — শিবতপন বসু
  • ‘গুরমার গান’ বা ‘ওঝানাচ’: লিঙ্গাতিযায়ী লোককলা — দীপেন্দু দাস
  • ভূমি চারণা (Landlore): বরাক উপত্যকার মাটির ইতিবৃত্ত — সঞ্জীব দেবলস্কর
  • বরাক উপত্যকার তিনটি মেয়েলিব্রত: একটি সমাজতাত্ত্বিক আলোচনা — প্রিয়ব্রত নাথ
  • বরাক উপত্যকার লোকছড়ায় প্রতিফলিত সমাজচিত্র — প্রভাসচন্দ্র নাথ
  • বরাক উপত্যকার প্রবাদে সমাজমনস্কতা — সর্বজিৎ দাস
  • বরাক উপত্যকার লোকজীবনের লুপ্তপ্রায় কিছু লোক-উপাদান — আশিসরঞ্জন নাথ
  • বিবাহের লোকাচার ও লোকগান: শিল্পীর নকশিকাঁথায় নিপুণ গাথা — অনামিকা চক্রবর্তী
  • বরাক উপত্যকার বাঙালি মুসলমান সমাজে প্রচলিত বিয়ের গান — মহবুবুল বারী
  • মণিপুরি লোকসংস্কৃতি — মণিধন সিংহ
  • ডিমাছাদের পূজা-পার্বণ: ঐতিহ্যের মূল্যায়ন — সুদীপ্তা খেরসা
  • বরাক উপত্যকার দুর্গাপূজায় ‘নৌকাটানা’ অনুষ্ঠান — তুষারকান্তি নাথ
  • পরিশিষ্ট :
  • ❖ লোকসংস্কৃতি চর্চার ধারায় রাজমোহন নাথ — অমলেন্দু ভট্টাচার্য
    ❖ লোকসংস্কৃতি এবং ইতিহাস প্রসঙ্গ সুজিৎ চৌধুরী — সঞ্জীব দেবলস্কর
    ❖ লোকসংস্কৃতিবিদ্যা ও পাণ্ডুলিপিবিদ্যা- বিনিময় — অর্জুনদেব সেনশর্মা
  • প্রতিবেদন :
  • (১) অরুণ চন্দ স্মৃতি সম্মান নিয়ে অভিভূত প্রবাদপ্রতিম রাজনীতিক
    (২) বরাকবঙ্গের ধামাইল উৎসব ও কর্মশালা
  • আকাদেমি পত্রিকা — গত চারটি সংখ্যার সম্পূর্ণ সূচি
  • আলোকচিত্র সংগ্রহ সূর্যতপ নাথ
  • লেখক পরিচিতি
ছবি-আকাদেমি-পত্রিকা-৪থ
emblem আকাদেমি পত্রিকা চতুর্থ সংখ্যা রবীন্দ্র সংখ্যা ::: ২০১০-২০১১
সম্পাদক : সঞ্জীব দেবলস্কর
ISNN 2249-5207
বিষয়সূচি
মুখবন্ধ — নীতীশ ভট্টাচার্য
প্রাক্-কথন — তরুণ দাস
সম্পাদকীয়

  • দু’টি রবীন্দ্র কবিতার জন্মকথা — উষারঞ্জন ভট্টাচার্য
  • মরমিয়াবাদে রবীন্দ্রনাথ ও হাছন রাজা — আবুল হোসেন মজুমদার
  • চৈতন্যদেব, বৈষ্ণবীয় প্রভাব ও রবীন্দ্রনাথ — জন্মজিৎ রায়
  • বরাক উপত্যকায় রবীন্দ্র নির্মাণ সংস্কৃত ভাষায় অনূদিত রবীন্দ্রকাব্য — আনন্দমোহন মোহন্ত
  • আমাদের রবীন্দ্রনাথ: লোকসাহিত্যের চারণক্ষেত্রে কবিগুরু — তুষারকান্তি নাথ
  • রবীন্দ্র-আলোকে সুজিৎ চৌধুরীর ইতিহাস-চেতনা — সঞ্জীব দেবলস্কর
  • উত্তর-পূর্বাঞ্চলে ঠাকুর পরিবার: প্রাক্ রবীন্দ্র থেকে রবীন্দ্রোত্তর পর্ব: ইতিহাসের সূত্রসংকেত — বিবেকানন্দ মোহন্ত
  • শিলচর শহরে রবীন্দ্রসংগীত চর্চা — দেবাশিস দাস
  • ঢাকাদক্ষিণে সপ্ততিতম রবীন্দ্রজয়ন্তী, ১৯৩১ — বাণীপ্রসন্ন মিশ্র
  • শিলচরে রবীন্দ্র অনুষ্ঠান: সংক্ষিপ্ত সমীক্ষণ — মনুজেন্দ্র শ্যাম
  • করিমগঞ্জে রবীন্দ্রজন্মশতবার্ষিকীর প্রতিবেদন — অরিজিৎ চৌধুরী
  • গ্রামকাছাড়ে রবীন্দ্রজন্মশতবার্ষিকী: প্রতিবেদন-১ — দীপংকর চন্দ
  • গ্রামকাছাড়ে রবীন্দ্রজন্মশতবর্ষ: প্রতিবেদন-২ — সঞ্জীব দেবলস্কর
  • আকাদেমি পত্রিকা: গত তিনটি সংখ্যার সম্পূর্ণ সূচি
  • চিত্র
  • প্রসঙ্গ ভাষা আকাদেমি
ছবি-আকাদেমি-পত্রিকা-১ম
emblem আকাদেমি পত্রিকা তৃতীয় সংখ্যা ১৪১৫ বঙ্গাব্দ, ২০০৯ খ্রিস্টাব্দ
সম্পাদক : জন্মজিৎ রায়
বিষয়সূচি
সম্পাদকীয়
  • Bipin Chandra Paul: The Fiery Orator and His struggle for Swaraj — হরিদাস মুখোপাধ্যায় ও উমা মুখোপাধ্যায়
  • Bipin Chandra Paul: A Chronicle of Life and Events — ভূপেন্দ্রকুমার ভট্টাচার্য
  • Bipin Chandra Paul: A Bibliography — বিজয় দেব
  • কর্মে ও মননে বিপিনচন্দ্র ও গান্ধী — সন্দীপ দাস
  • বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষৎ ও বিপিনচন্দ্র পাল — মায়া ভট্টাচার্য
  • বিপিনচন্দ্র পাল: রাজনীতির মঞ্চে এক আপোষহীন ব্যক্তিত্ব — মনোলীনা নন্দী রায়
  • Speech on Congress Resolution for the Repeal of Assam Act (1887) — বিপিনচন্দ্র পাল
  • প্রাণতুল্যেষু — বিপিনচন্দ্র পাল
  • পিতাপুত্রে — বিপিনচন্দ্র পাল
  • ত্যাজ্যপুত্র — বিপিনচন্দ্র পাল
ছবি-আকাদেমি-পত্রিকা-১ম
emblem গবেষণা পর্ষদ পত্রিকা দ্বিতীয় সংখ্যা ১৪১১ বঙ্গাব্দ, ২০০৫ খ্রিস্টাব্দ
সম্পাদক : জন্মজিৎ রায়
বিষয়সূচি
মুখবন্ধ — শক্তিপদ ব্রহ্মচারী, তরুণ দাস
সম্পাদকের নিবেদন
  • কাছাড়ের কয়েকটি অপ্রধান ভাষা — সুধাংশু শেখর তুঙ্গ
  • করিমগঞ্জে রবীন্দ্র-সংবর্ধনা — উষারঞ্জন ভট্টাচার্য
  • সুরমা-বরাক উপত্যকার প্রাক্-চৈতন্য বৈষ্ণবধর্ম: তাম্রলিপির আলোকে — সুজিৎ চৌধুরী
  • মনসামঙ্গল কাব্যের এক অনালোচিত কবি রাধামাধব দত্ত — অমলেন্দু ভট্টাচার্য
  • সুরমা-বরাক উপত্যকার স্মৃতিশাস্ত্রে প্রাচীন ইতিহাসের ইঙ্গিত — আনন্দমোহন মোহন্ত
  • অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি: শতবর্ষ পূর্বের চিঠিপত্রের আলোকে — জন্মজিৎ রায়
  • শ্রীহট্ট-কাছাড়ে লোকায়ত জীবন ও সংস্কৃতিতে ঐক্যভাবনা — সঞ্জীব দেবলস্কর
  • বরাক উপত্যকার কৃষি অর্থনীতি — নিরঞ্জন রায়
  • আসামের বরাক উপত্যকার জনসংখ্যা ও অর্থনৈতিক চিত্র: একটি সংক্ষিপ্ত আলোচনা — পরিতোষচন্দ্র দত্ত
ছবি-আকাদেমি-পত্রিকা-১ম
emblem গবেষণা পর্ষদ পত্রিকা প্রথম সংখ্যা ১৪০২ বঙ্গাব্দ, ১৯৯৬ খ্রিস্টাব্দ
সম্পাদক : অপূর্বানন্দ মজুমদার
বিষয়সূচি
শুভেচ্ছাবাণী — প্রভাস সেন মজুমদার
মুখবন্ধ — নৃপতিরঞ্জন চৌধুরী, বিজয়কুমার ধর
সম্পাদকীয়

  • গবেষণার কথা — অসীমকুমার দত্ত
  • বরাক উপত্যকার প্রেক্ষাপটে আঞ্চলিক ইতিহাস-চর্চার প্রাসঙ্গিকতা — জয়ন্তভূষণ ভট্টাচার্য
  • বরাক উপত্যকায় আর্যব্রাহ্মণ্য প্রভাবের সূচনা: কয়েকটি অনালোচিত ও লোকায়ত তথ্যসূচি — অমলেন্দু ভট্টাচার্য
  • ভাটেরা তাম্রশাসন: সাহিত্য বিচার ও ঐতিহাসিক মূল্যায়ন — হরিপদ চক্রবর্তী
  • সুলতানী আমলের একটি অনালোচিত লিপি — সুজিৎ চৌধুরী
  • কাছাড়ে চা-শিল্পের আদিপর্ব: অপ্রকাশিত কয়েকটি সরকারি পত্র — দেবব্রত দত্ত
  • বরাকের উপন্যাস ও অশ্রুমালিনী — উষারঞ্জন ভট্টাচার্য
  • মননের প্রাকৃতায়ন — তপোধীর ভট্টাচার্য
  • ইতিহাসের মৌন মুখর মুহূর্তগুলি কথা বলুক আজ — অনুরূপা বিশ্বাস
  • বরাক উপত্যকা ভিত্তিক গবেষণাধর্মী গ্রন্থ, নিবন্ধ ও থিসিসসমূহের একটি প্রাথমিক ও অসম্পূর্ণ তালিকা — প্রশান্তরঞ্জন আচার্য
  • ইতিহাস অনুসন্ধান বর্ষের সমাপ্তি উপলক্ষে গবেষণা পরিষদ আহ্বায়কের লিখিত প্রতিবেদন — অপূর্বানন্দ মজুমদার