বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সমস্ত সদস্য, সমর্থক এবং অবদানকারীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও সংরক্ষণে, আমাদের চারপাশের সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং সমস্ত সম্প্রদায়ের মাতৃভাষার অধিকার প্রচারে অটল নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। আমরা আমাদের স্বেচ্ছাসেবক এবং সাহিত্য-সংস্কৃতি অনুরাগীদের অমূল্য অবদানের জন্য কৃতজ্ঞ, যাঁরা সংগঠনের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গিকে সমুন্নত রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমরা বিশেষভাবে আমাদের অংশীদার সংগঠনগুলির প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা সাহিত্যিক ও সাংস্কৃতিক কার্যক্রম প্রচারে তাঁদের অব্যাহত সহায়তা প্রদান করেছেন। আমাদের উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের দর্শকদেরও আমরা কৃতজ্ঞতা জানাই।
We express our heartfelt gratitude to all members, supporters, and contributors of the Barak Upatyaka Banga Sahitya O Sanskriti Sammelan for their unwavering dedication to the promotion and preservation of Bengali literature and culture, and keeping harmony in all the communities in and around us, and promoting the right of mother tongue of all communities. We acknowledge the invaluable contributions of our volunteers and literary and cultural enthusiasts, who continue to work tirelessly to uphold the organization's vision and mission. We would especially like to thank our partner organisations for their ongoing assistance in promoting literary and cultural events. We also appreciate the visitors to our website for engaging with our initiatives and sharing our vision.